১৩ মাসের বকেয়া বেতনের দাবিতে অনশনে ইসলামিক ফাউন্ডেশনের কর্মচারীরা

১৩ মাসের বকেয়া বেতনের দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে তৃতীয় দিনের মতো অনশন কর্মসূচি পালন করছেন ইসলামিক ফাউন্ডেশনের কর্মচারীরা।
গত রবিবার থেকে বকেয়া বেতনের দাবিতে অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা।
মাস্টার রোলে নিয়োগ পাওয়ায় তাদের দৈনিক ভিত্তিতে বেতন দেয়া হতো। তাদের দাবি; শূন্য পদ থাকলেও ইসলামিক ফাউন্ডেশনের ৪৮৮টি খালি পদে তাদের নিয়োগ দেয়া হচ্ছে না।
জানা যায়, অডিট আপত্তির কারণে ২০১৯ সালের নভেম্বর থেকে তাদের মজুরি বন্ধ করে দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। বিশেষ অডিট আপত্তিতে কর্মচারীদের বেতন-ভাতা বন্ধ হলেও যাদের দুর্নীতির কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেসব অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় ক্ষোভ জানান আন্দোলনরত কর্মচারীরা।